শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান, স্বীকৃতি, নবায়ন, কমিটির অনুমোদন, রেজিস্ট্রেশন, সনদপত্র, নম্বরপত্র এবং ছাড়পত্র দেয়ার কথা বলে ঢাকা বোর্ডের সেবাগ্রহীতাদের কাছ থেকে নামে-বেনামে ফোন করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র। যদিও এসব কাজে বোর্ড নগদ টাকা নেয় না, শুধু সোনালী সেবার মাধ্যমে অনলাইনে ফি নিয়ে থাকে। এ পরিস্থিতিতে সেবাগ্রহীতাদের সতর্ক করেছে ঢাকা বোর্ড। একইসঙ্গে এসব কাজে নগদ টাকা লেনদেন না করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। আর কোনো প্রতারক চক্র এসব কাজে টাকা চেয়ে টেলিফোন করলে তাদের তথ্য বোর্ডকে জানাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষরিত করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের বিভিন্ন সেবা দেয়ার ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান, স্বীকৃতি নবায়ন, কমিটি অনুমোদন, রেজিস্ট্রেশন, সনদপত্র, নম্বরপত্র এবং ছাড়পত্র দেয়ার কথা বলে প্রতারকচক্র নামে-বেনামে ফোন করে নগদ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। বোর্ডের সব কার্যক্রম সম্পন্ন করার জন্য নগদ টাকা গ্রহণ করা হয় না। শুধুমাত্র সোনালী সেবার মাধ্যমে অনলাইনে ফি গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সবাইকে নগদ অর্থ লেনদেন না করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
বোর্ড আরও জানিয়েছে, বোর্ডের এ সব কার্যক্রম অনলাইনে ই-নথির মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। সেবাগ্রহীতারা নিজ প্রতিষ্ঠানে বসে সব কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এতে বোর্ডে আসারও প্রয়োজন হয় না।
যদি কোনো প্রতারকচক্র এ ধরনের ফোন করে থাকে তার নাম এবং নম্বরসহ ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার, কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন, ও অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঁইয়াকে জানাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।