সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মানসম্পন্ন পরিষেবার মাধ্যমে এক্রিডিটেশনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দায়িত্ব (Reponsibilities of University Staff for Quality Services Aiming Accreditation) পালনে প্রশিক্ষণ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে দিনব্যাপি এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের আয়োজন করে সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যসুরেন্স সেল (আইকিউএসি)।
আইকিউএসির সভাপতি অধ্যাপক ড. পীযুশ কান্তি সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।
অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, যেকোন প্রতিষ্ঠানের উন্নতির জন্য দক্ষ জনশক্তির বিকল্প নেই। কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবেন বলে আশা করি।