ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে জায়াগা পেলো ‘কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা’। গতকাল সোমবার বইটি সাদরে গ্রহণ কররেন উপ-দূতাবাসের প্রেস সচিব (প্রথম) রঞ্জন সেন৷ নিজের দপ্তরে তিনি বইটি এবং দৈনিক আমাদের বার্তা পত্রিকাটি পড়ে দেখেন৷
শিক্ষামূলক বিভিন্ন তথ্য দেখে তিনি জানান, এ রকম একটি দৈনিক পত্রিকার প্রয়োজন আছে বাংলাদেশে৷ একইসঙ্গে তিনি বাংলাদেশের ছাত্রছাত্রীদের বিদেশে পড়া লেখার জন্য বিভিন্ন স্কলারশিপের প্রকাশিত খবর দেখে আনন্দিত হন৷
বইটি ইতোমধ্যেই কলকাতার জাতীয় গ্রন্থাগারে জায়গা করে নিয়েছে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণমাধ্যম বিভাগে স্থান পেয়েছে৷
আরো পড়ুন: কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে
বইটির লেখক বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিষয়ক গবেষক এবং দেশের একমাত্র শিক্ষাবিষয়ক ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম ও জাতীয় দৈনিক আমাদের বার্তার সম্পাদক সিদ্দিকুর রহমান খান। বইটি ইতোমধ্যে বাংলাদেশের বাজারে সাড়া ফেলেছে এবং পাঠক মহলে বেশ প্রশংসিত হয়েছে।
প্রেস সচিব রঞ্জন সেন লেখকের প্রশংসা করে জানান, সাহসিকতার সঙ্গে প্রতিকাটি এগিয়ে চলুক এবং শিক্ষাবিষয়ক আরো নতুন নতুন তথ্য উঠে আসুক এই পত্রিকার মধ্যে-এ প্রত্যাশা করি।