নতুন কলেজ স্থাপন, পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতি দেয়ার সুপারিশের জন্য নয় সদস্যের মঞ্জুরী কমিটি গঠন করেছে ঢাকা বোর্ড। বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ বছরে জন্য হবে এ কমিটির মেয়াদ। এ কমিটি তিন মাস পর পর সভা করে উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতি নেয়ার সুপারিশ করবে।
বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে। নতুন নীতিমালা জারির পর ইতোমধ্যে নতুন স্কুল-কলেজ স্থাপন, পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতির আবেদন অনলাইনে গ্রহণ শুরু করেছে ঢাকা বোর্ড।
কলেজে স্থাপন, পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতি দেয়ার সুপারিশের জন্য নয় সদস্যের মঞ্জুরী কমিটিতে বোর্ডের সদস্য হিসেবে থাকবেন বোর্ড চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক ও বিদ্যালয় পরিদর্শক। বাইরের সদস্য হিসেবে থাকবেন ঢাকা কলেজের অধ্যক্ষ, সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার।
বোর্ড জানিয়েছে, উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদানের অনুমতি, একাডেমিক স্বীকৃতি দেয়ার সুপারিশের জন্য বেসরকারি (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) স্থাপন, পাঠদন ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা ২০২২ এর উপবিধি ৯.১ মোতাবেক এ কমিটি গঠন করা হয়েছে।
আদেশে শর্ত হিসেবে বলা হয়েছে, এ কমিটির মেয়াদ হবে দুই বছর, কমিটিতে মনোনীত কোনো ব্যক্তি দুই বছরের বেশি দায়িত্ব পালন করতে পারেন না। আগামী তিন মাস পন পর মঞ্জুরি কমিটির সভা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৫ নভেম্বর থেকে স্কুল-কলেজ স্থাপন, পাঠদান, একাডেমিক স্বীকৃতির আবেদন অনলাইনে গ্রহণ শুরু করেছে ঢাকা বোর্ড। বোর্ডের ওয়েবসাইটের ‘অনলাইন অ্যাপ্লিকেশন ফরম’ (Online Applica Form) এ ১৫ নভেম্বর থেকে আবেদন দাখিল করতে পারছেন।
জানা গেছে, নতুন নীতিমালা জারি করে বেসরকারি প্রতিষ্ঠান স্থাপন, পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব দেয়া হয়েছে শিক্ষা বোর্ডগুলোকে।
গত ৩০ অক্টোবর বেসরকারি প্রতিষ্ঠান স্থাপন-পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব শিক্ষা বোর্ডগুলোকে দিয়ে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২’ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ নীতিমালা জারির আগে বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন-পাঠদানের অনুমতি ও স্বীকৃতির আবেদন গ্রহণ ও এ বিষয়ে বোর্ডগুলোকে সম্মতি দিতো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নতুন নীতিমালা অনুযায়ী বোর্ডগুলো বোর্ড সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদন দেবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।