রাজধানীর ধানমন্ডিতে কলেজ ছাত্র খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ, যাদের দুই জনই কিশোর।
তারা তিনজনই ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদের ভাষ্য।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রেফতার তিনজনের মধ্যে একজনের বয়স ১৬, অপর জনের ১৪ বছর। অন্য হচ্ছেন ২৫ বছর বয়সী সুমন ভূইয়া ওরফে বড় সুমন।
তাদের কাছ থেকে একটি মোবাইল, একটি ব্যাটারি চালিত রিক্সা এবং চাকু উদ্ধার করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
অতিরিক্ত কমিশনার হারুন বলেন, “এই চক্রটি রাত হলেই ব্যাটারিচালিত রিকশা নিয়ে বিভিন্ন সড়কে ‘শিকার’ খোঁজার জন্য ঘুরে। তার ধারাবাহিকতায় শেখ জামাল মাঠের সামনে দুইজনকে পেয়ে তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
“এদের মধ্যে একজন ছিনতাইকারীদের ভয়ে মোবাইল দিয়ে দেন, অপরজন না দেওয়ার কারণে তাকে ছুরিকাঘাত করে।”
রোববার রাতে সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের ছাত্র এইচ এসসি পরীক্ষার্থী আদনান সাইদ রাকিব এবং তার বন্ধু সৈয়দ সাজেদ হায়দার রাইয়ান কলাবাগান স্টাফ কোয়ার্টার থেকে বের হয়ে শেখ জামাল ক্লাব মাঠের সামনে চা খেতে যায়।
এ সময় ব্যাটারিচালিত রিকশায় করে আসা তিনজন চাকুর ভয় দেখিয়ে তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
পুলিশ বলছে, রাইয়ান মোবাইল দিয়ে দিলেও রাকিব বাধা দেন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে দাঁড়িয়ে থাকা রিকশায় করে পালিয়ে যায়।
ঘটনার পর গোয়েন্দা পুলিশ আসামি গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে রায়েরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
তাদের দলে আরো একজন আছে জানিয়ে ডিবি কর্মকর্তা হারুন বলেন, “দলের ওই সদস্যকেও গ্রেফতারের চেষ্টা চলছে।”