সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা যশোর পলিটেকনিক কলেজের ছাত্রী জেসমিন আক্তারকে হত্যার বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। তারা এ হত্যায় অভিযুক্ত আহসান কবির অঙ্কুরের ফাঁসির দাবি জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে যশোর সাতক্ষীরা মহাসড়কের কাজীরহাট বাজারে এসব দাবিতে মানববন্ধন করেছেন কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
শিক্ষার্থীদের সঙ্গে মানববন্ধনে অংশ নেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি আশরাফুজ্জামান বাবু, কাজীরহাট কলেজের অধ্যক্ষ সহিদুল আলম, কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান স ম মোরশেদ আলী, সহকারী অধ্যাপক আশিকুর রহমান, শরিফুল ইসলাম, কাজীরহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, শিক্ষক সুমন হোসেন, ইউপি সদস্য মোস্তফা হোসেনসহ অনেকে।
মানববন্ধনে বক্তরা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত হত্যাকারীকে ফাঁসি দেয়ার দাবি জানান প্রশাসনের কাছে।
গত ৪ ফেব্রুয়ারি জেসমিন আক্তারকে যশোর জেলার শার্শা উপজেলায় তার বন্ধু অঙ্কন বাড়িতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ গুম করে রাখেন। পরে, র্যাব সদস্যরা অঙ্কুরের স্বীকারাক্তিতে সেই লাশ ৯ ফেব্রুয়ারি সেখান থেকে উদ্ধার করে।