পুঁথিগত বিদ্যার বাইরে শিক্ষার্থীদের সুস্থ ধারার মানসিকতা বিকাশের লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী কলেজিয়েট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। উচ্ছ্বল আনন্দে সারাটা দিন কাটিয়েছেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার বিদ্যালয়টির শিক্ষার্থীরা বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এ শিক্ষা সফরে শিক্ষার্থী ও অভিভাবক ছাড়া গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
শিক্ষা সফরের অংশ হিসেবে তারা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ, মংলা বন্দর, খানজাহান আলীর মাজার ও বেকুটিয়া ব্রিজ পরিদর্শন করেন। শিক্ষা সফরে অংশ নেন সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আবদুর রহমান, কলেজটির সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন, প্রভাষক সোহেল খান, সুবিদখালী সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল জলিল, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন, সবুজ মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো. জাকির হোসেন, কলেজিয়েট বালিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাশির উদ্দীন মল্লিক, উত্তম গোলদার, অন্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে অ্যাকাডেমিক ও ক্যারিয়ার নির্ভর দিকনির্দেশনামূলক তথ্য তুলে ধরেন। তিনি শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।