পহেলা জুন থেকে আবেদন ফি পরিশোধ না করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করার শর্তে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করতে পারছিলেন শিক্ষার্থীরা। সেই সুবিধা বাতিল করা হয়েছে। এখন থেকে আবেদন করার আগে আবেদন ফি পরিশোধ করতে হবে। স্মার্ট ভর্তি পোর্টালে ঢুকে সোনালী সেবা বা এসএসএল কমার্জ গেটওয়ের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। পোর্টালে সমস্যা হলে বিকাশের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। সোমবার (১০ জুন) ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এ নির্দেশনা পাওয়া গেছে।
৮ জুন রাত ১১ পর্যন্ত আবেদন করেছেন ১২ লাখ ১৭ হাজার ৩৮ শিক্ষার্থী। ইএসভিজি দাখিল হয়েছে ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৪ টি। পেমেন্ট সম্পন্ন করেছেন ১২ লাখ ০৯ হাজার ৬১৫ আবেদনকারী।
পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা এই লিঙ্কে দেখা যাবে। আবেদন করেছেন কিন্তু পেমেন্ট সম্পন্ন করেননি এইরূপ আবেদনকারীদের তালিকা দেখার জন্য এই লিঙ্কে দেখুন। এই তালিকা কিছু সময় পর পর হালনাগাদ করা হবে বিধায়, এই মুহুর্তে পেমেন্ট করে ফেললেও এই তালিকাটিতে কিছু সময় পরে তা রেকর্ড করা হতে পারে; তালিকার উপরের অংশে হালনাগাদ করার সময়কাল দেখা যাবে।
এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে যাদের "আবেদন বাতিল" কিংবা "মোবাইল নম্বর পরিবর্তন" করা প্রয়োজন, তারা অনলাইনে এই ফর্মটি ব্যবহার করুন। এই ফরম ব্যবহার করে কিভাবে আবেদন দাখিল করতে হবে তার ভিডিও টিউটোরিয়াল এখানে পাওয়া যাবে। আবেদন করার পরে এই লিঙ্কে স্ট্যাটাস দেখতে পারেন। সংশ্লিষ্ট নোটিসটি বোর্ড বিজ্ঞপ্তি মেনুতে দেখুন।
যে সকল শিক্ষার্থী আবেদন বাতিলের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন বাতিলের সাথে সাথে সেই আবেদন সংশ্লিষ্ট পেমেন্টও বাতিল হয়ে যায়। সুতরাং, আবেদন বাতিলের পরে নতুন করে আবেদন করার আগে মনে করে আবেদন ফি প্রদান করতে হবে।
এর আগে সার্ভারে জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ২৬ মে সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিল। তবে সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েন। পরে ‘লিঙ্গ অপশন’সহ অন্য সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয়। আবেদনের পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল দেখানো সংক্রান্ত একটি ত্রুটি গত ২৮ মে সকাল ১০টার দিকে সমাধান করা হয়েছে।
তবে ফি পরিশোধে জটিলতায় পড়ছেন ভর্তিচ্ছুরা। একাদশ শ্রেণির ভর্তিতে এবার রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে ৭ হাজার, ইংরেজি মাধ্যমে সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বাদে অন্য মেট্রপলিটন এরিয়ায় ৫ হাজার, জেলা শহরে ৩ হাজার এবং উপজেলায় আড়াই হাজার টাকা। এটাই সর্বোচ্চ ভর্তি ফি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।