নাটোরের লালপুরে নির্বাচনী পরীক্ষা চলাকালে কলেজের ছাদের পলেস্তারা খসে পড়ে খাদিজা খাতুন নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার উপজেলার গোপালপুর অনার্স ও ডিগ্রি পাস কলেজে এ ঘটনা ঘটে।
আহত খাদিজা খাতুন উপজেলার বরমহাটি গ্রামের মোহাম্মাদ চাঁন্দের মেয়ে ও ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, বুধবার কলেজের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা দিচ্ছিলেন শিক্ষার্থীরা। পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে ছাদের পলেস্তারা খসে ওই পরীক্ষার্থীর ওপর পড়লে তিনি মাথায় ও হাতে আঘাত পান। সঙ্গে সঙ্গে কলেজের অধ্যক্ষসহ অন্যরা আহত পরীক্ষার্থীকে গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অধ্যক্ষ বাবুল আকতার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ওই ছাত্রী মাথায় ও হাতে সামন্য আঘাত পেয়েছেন। হাসপাতালে চিকিৎসা শেষে তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।