নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের আদম দূর্গাপুর (আখিরা পাড়া) গ্রামে রাজ বাবু (১০) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী কষ্টিপাথরের একটি মূর্তির সন্ধান পেয়েছে। সে জনৈক রাজিবের ছেলে ও তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। শুক্রবার সকালে একটি পুকুর থেকে মাটি নিতে গেলে মুর্তিটি খুঁজে পান তিনি।
ওই শিক্ষার্থীর মা রিক্তা বেগম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমার ছেলে রাজ বেলা ১০ থেকে সাড়ে ১০ টার দিকে ক্রিকেট খেলার পিছ তৈরি করার জন্য গোলাম মর্তুজা বিটুর সদ্য খননকৃত পুকুরে মাটি নিতে গেলে মূর্তিটি দেখতে পেয়ে হাতে তুলে নেয়। তার হাতে মূর্তিটি দেখতে পেয়ে জনৈক বরকতের মেয়ে রানু তার কাছে থেকে সেটা নিতে চায়। এক পর্যায়ে রানুর ভাই সাজু থানা পুলিশকে জানায়। এরপর থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে সেই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রাজিবুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মূর্তিটির ওজন ৯৫০ গ্রাম।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।