আমাদের বার্তা, পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে দাবদাহের কারণে একই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক ও চারজন ছাত্রী ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের স্হানীয় পল্লী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ-নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
রোববার (৫ মে) সকালে উপজেলার আইরন জয়জুল এম এম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ফারজানা আক্তার নামের এক ছাত্রী প্রথমে অসুস্থ হয়ে পড়েন। এরপর ১০ম শ্রেণির আরো তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। ৯ম শ্রেণির ক্লাস চলাকালীন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মশিউর রহমান দাবদাহের কারণে অচেতন হয়ে পড়ে যান।
পরে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা স্হানীয় পল্লী চিকিৎসকের পরামর্শ নিয়ে তাদেরকে পানি ও খাবার স্যালাইন খাইয়ে বাড়িতে পাঠিয়ে দেন। এ সময় অন্যান্য সব শ্রেণির শিক্ষার্থীদের খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিঞা জানান, দাবদাহের কারণে ক্লাসে চারজন ছাত্রী অসুস্থ অনুভব করে ও একজন সহকারী শিক্ষক অচেতন হয়ে পড়ে যান। তাদেরকে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে পানি ও স্যালাইন খাইয়ে সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।