পিরোজপুরের কাউখালী উপজেলার ইজিএস শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে জাল সনদ ব্যবহার করে চাকরি নেয়া ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে প্রধান শিক্ষক তানভীর আহমেদ নাজমুস সাকিবের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসীর ব্যানারে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মন্টু, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক কবির সিকদার, সাবেক ছাত্র এরশাদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মানববন্ধনে স্কুলের সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষক তানভীর আহমেদ নাজমুস সাকিব এই বিদ্যালয়ে ২০১৮ খ্রিষ্টাব্দে তৎকালীন ম্যানেজিং কমিটির যোগসাজশে জাল সনদপত্র ব্যবহার করে চাকরি নেন। পরে তিনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির সঙ্গে যোগসাজশে অনিয়ম করে কর্মচারী নিয়োগ এবং অবৈধভাবে এমপিওভুক্ত করে লাক-লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি দুর্নীতি পরায়ন প্রধান শিক্ষকের কাছ থেকে রক্ষার জন্য তার পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা।
অভিযুক্ত প্রধান শিক্ষক তানভীর আহমেদ নাজমুস সাকিব তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, এলাকার একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে এ অপপ্রচার চালাচ্ছে।