রাজবাড়ীর পাংশা উপজেলায় কামড়ে দেওয়া সাপসহ হাসপাতালে চিকিৎসা নিতে এলেন এক কৃষক। সাপটি দেখে রাসেলস ভাইপার বলে নিশ্চিত হন চিকিৎসকরা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাবাসপুর চর আফড়া গ্রামের পদ্মার চরে একটি বাদাম ক্ষেতে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী আরেক কৃষক মোস্তাফা কামাল জানান।
সাপের কামড়ে আক্রান্ত ৫০ বছর বয়সি কৃষক মধু বিশ্বাস একই এলাকার প্রয়াত আক্কেল বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী মোস্তাফা কামালের ভাষ্য, “আমরা কয়েকজন সকাল থেকে চরে পানির মধ্যে বাদাম তুলছিলাম। হঠাৎ মধু বিশ্বাস বলেন, তাকে সাপে কামড় দিছে। এরপর দেখি, সাপটি তার ডান হাতের কব্জির কাছে কামড় দিয়ে ঝুলে আছে। তখন আরেকজন হাতে থাকা কাচি দিয়ে সাপটিকে আঘাত করে আহত করেন। পরে সেটিকে প্লাস্টিকের ব্যাগে ভরে মধু বিশ্বাসকে নিয়ে হাসপাতালে চলে আসি।
“এখানে আসার পর ডাক্তার জানায়, মধুকে যে সাপটি কেটেছে সেটির নাম রাসেলস ভাইপার।”
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আহম্মেদ তিথি বলেন, “সকালে যে কৃষক সাপের কামড়ে হাসপাতালে এসেছিল, তাকে রাসেলস ভাইপারে কামড়েছে, এটা নিশ্চিত হয়েছি। ওই রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে; তবে তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
“আপাতত তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না।”