গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক শিক্ষার্থী। শনিবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, গত ৬ তারিখে অনুষ্ঠিত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের একজন ছাত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পরীক্ষা দিয়েছেন। কারাগারের পরীক্ষাগুলো আমাদের বিশেষভাবে নিতে হয়। পরীক্ষার সময় একজন শিক্ষক, একজন কর্মকর্তা এবং প্রিজন সেলের হেড উপস্থিত থাকেন।
এছাড়াও গতকাল ১২ মে অসুস্থতাজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় তিনজন শিক্ষার্থী ঢাবির শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিক্যাল সেন্টার থেকে অংশ নিয়েছে।
এ বিষয়ে অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, কোনও শিক্ষার্থী অসুস্থ থাকলে বিশেষ টিমের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হয়। এবার বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাবি মেডিকেল সেন্টার থেকে তিনজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সেখানে দায়িত্বে থাকেন চিফ মেডিকেল অফিসার, একজন কো-অর্ডিনেটর, একজন শিক্ষক এবং একজন কর্মকর্তা।