অ্যাকসেল্যারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিল ফর ইকোনোমিক ট্র্যান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের আওতায় ৪ মাস/৩৬০ ঘণ্টা মেয়াদী কোর্সে ২ লক্ষাধিক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। সম্পূর্ণ ফ্রি-তে একজন বেকার যুবক ও যুবতী এ প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষণার্থীগণকে প্রতিমাসে ১৫০০ টাকা এবং নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রশিক্ষণার্থীগণকে প্রতিমাসে ২০০০ টাকা প্রশিক্ষণ ভাতা দেয়া করা হবে।
এছাড়াও যাতায়াত ভাতা হিসেবে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক ৮০ টাকা হারে মাসিক সর্বোচ্চ ১৭৬০ টাকা দেয়া করা হবে। প্রশিক্ষণার্থী একই কোর্সের উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবে তবে একাধিক কোর্স বা অকুপেশনে প্রশিক্ষণ নিতে পারবে না। সকল ধরণের সম্মানী ও প্রশিক্ষণ ভাতা ব্যাংকিং চ্যানেলে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে।
বিস্তারিত নিচে দেখুন।