কারিগরি শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসি বিএম, বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ আগস্ট থেকে এ বোর্ডের অধীনে এইচএসসি বিএম, বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে পরীক্ষা পেছানোর কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সূচি প্রকাশ করলো কারিগরি শিক্ষা বোর্ড।
সোমবার কারিগরি শিক্ষা বোর্ড স্থগিত এইচএসসি বিএম, বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি প্রকাশ করেছে।
এইচএসসি ভোকেশনাল একাদশ ও দ্বাদশ শ্রেণির স্থগিত পরীক্ষা সূচি :
এইচএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের দ্বাদশ শ্রেণির ১৭ আগস্টের বাংলা-২ পরীক্ষা আগামী ৭ সেপ্টেমববর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ শ্রেণির ২০ আগস্টের ইংরেজি-২ পরীক্ষা ১০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২২ আগস্টের উচ্চতর গণিত-২ পরীক্ষা ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৪ আগস্টের পদার্থবিজ্ঞান-২ পরীক্ষা ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এইচএসসি ভোকেশনালের একাদশ শ্রেণির ১৭ আগস্টের বাংলা-১ পরীক্ষা ৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ শ্রেণির ২০ আগস্টের ইংরেজি-১ পরীক্ষা ১০ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোকেশনাল একাদশের ২২ আগস্টের উচ্চতর গণিত-১ পরীক্ষা ১২ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ শ্রেণির ২৪ আগস্টের পদার্থবিজ্ঞান-১ পরীক্ষা ১৪ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এইচএসসি ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে আয়োজন করতে বলেছে কারিগরি শিক্ষা বোর্ড। আর বিএম-বিএমপির বাস্তব প্রশিক্ষণের জন্য ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার তিন দিনের মধ্যে পরীক্ষার্থীদের চার সপ্তাহের জন্য শিল্প কারখানায় পাঠাতে বলা হয়েছে।
এইচএসসি বিএম-বিএমটি একাদশ ও দ্বাদশ শ্রেণির স্থগিত পরীক্ষা সূচি :
কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, এইচএসসি বিএম-বিএমটির দ্বাদশ শ্রেণির ১৭ আগস্টের বাংলা-২ পরীক্ষা আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের দ্বাদশ শ্রেণির ইংরেজি-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত। আর ২২ আগস্টের এ শ্রেণির কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ পরীক্ষা ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ২৪ আগস্টের বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন পরীক্ষা ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এইচএসসি বিএম-বিএমটির একাদশ শ্রেণির ১৭ আগস্টের বাংলা-১ পরীক্ষা আগামী ১৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের এ শ্রেণির ইংরেজি-১ পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২২ আগস্টের একাদশ শ্রেণির কম্পিউটার অ্যাপ্লিকেশন-১ পরীক্ষা ২১ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ২৪ আগস্টের একাদশ শ্রেণির ব্যবসায় গণিত ও পরিসংখ্যান পরীক্ষা ২৪ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এইচএসসি বিএম-বিএমটির ব্যবহারিক পরীক্ষা ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে আয়োজন করতে বলেছে কারিগরি শিক্ষা বোর্ড। আর বিএম-বিএমপির বাস্তব প্রশিক্ষণের জন্য ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার তিন দিনের মধ্যে পরীক্ষার্থীদের চার সপ্তাহের জন্য শিল্প কারখানায় পাঠাতে বলা হয়েছে।
ডিপ্লোমা ইন কমার্স একাদশ ও দ্বাদশ শ্রেণির স্থগিত পরীক্ষার সূচি :
ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের দ্বাদশ শ্রেণির ১৭ আগস্টের বাংলা-২ পরীক্ষা ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ শ্রেণির ২০ আগস্টের ইংরেজি-২ পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ শ্রেণির ২২ আগস্টের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ পরীক্ষা ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৪ আগস্টের ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের দ্বাদশ শ্রেণির বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন পরীক্ষা ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের একাদশ শ্রেণির ১৭ আগস্টের বাংলা-১ পরীক্ষা ৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের এ শ্রেণির ইংরেজি-১ পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একাদশ শ্রেণির ২২ আগস্টের কম্পিউটার অ্যাপ্লিকেশন-১ পরীক্ষা ১২ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ২৪ আগস্টের একাদশ শ্রেণির হিসাববিজ্ঞান পরীক্ষা ২৪ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ডিপ্লোমা ইন কমার্সের ব্যবহারিক পরীক্ষা ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে আয়োজন করতে বলেছে কারিগরি শিক্ষা বোর্ড। আর বাস্তব প্রশিক্ষণের জন্য ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার তিন দিনের মধ্যে পরীক্ষার্থীদের চার সপ্তাহের জন্য শিল্প কারখানায় পাঠাতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।