দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: কারিগরি শিক্ষা বোর্ডের সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান হালনাগাদের নির্দেশ দেয়া হয়েছে। বোর্ডটির পরিচালক প্রকৌশলী মো. রকিব উল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কারিগরি অনেক শিক্ষা প্রতিষ্ঠানেরই ওয়েবসাইট নেই। থাকলেও প্রয়োজনীয় আউটলুক নেই, জনবান্ধবসম্মত নয়, তথ্য নিয়মিত হালনাগাদও করা হয় না। এগুলো সরকারের ডিজিটালাইজেশন ও উন্নত স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের অনুকূল নয়। এ কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ দেয়া হলো।
সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং এবং দুই বছর মেয়াদি এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ তথ্য বাতায়ন বা ওয়েবসাইট যথার্থভাবে জনবান্ধবরূপে উম্মোচন ও টেকসইভাবে হালনাগাদকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয় ওই চিঠিতে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।