দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। গতকাল রোববার কারিগরি শিক্ষা বোর্ডের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বোর্ডের সব কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বোর্ডের আওতায় থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ, মসজিদে দোয়া ও বিশেষ দোয়া প্রভৃতি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।