সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভবন নির্মাণ, সম্প্রসারণ এবং মেরামত ও সংস্কার কাজের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
কারিগরি অধিদপ্তরের নির্ধারিত ছক অনুযায়ী ২৯ আগস্টের মধ্যে ইমেইলের মাধ্যমে সফট্ কপি নিকস ফন্টে এবং হার্ড কপি সরাসরি পাঠাতে বলা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানগুলোর নির্মাণ, সম্প্রসারণ এবং মেরামত ও সংস্কার কাজ মন্ত্রণালয় অনুমোদিত কর্মসূচি অনুযায়ী শেষ হয়ে থাকে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মসূচি অনুযায়ী চলমান নির্মাণ, সম্প্রসারণ এবং মেরামত ও সংস্কার কাজগুলোর সঠিক মূল্যায়নের জন্য প্রতিষ্ঠানগুলোর ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরের কাজের অগ্রগতি প্রতিবেদন অধিদপ্তরে পাঠানো উচিত।
এমন পরিস্থিতিতে, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরের কর্মসূচি অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর নির্মাণ, সম্প্রসারণ এবং মেরামত ও সংস্কার কাজের অগ্রগতি প্রতিবেদন সংযুক্ত ছক অনুযায়ী [email protected] এই ইমেইলে এবং হার্ড কপি পাঠানোর জন্য বলা হয়েছে।
এ ছাড়াও নির্ধারিত ছকে অর্থবছর, কাজের নাম, বিবরণ (কর্মসূচি অনুযায়ী), পরিবর্তিত কর্মসূচি (প্রযোজ্য ক্ষেত্রে), খাতওয়ারি বরাদ্দ, মোট বরাদ্দ, বাস্তবায়ন অগ্রগতি, মন্তব্য উল্লেখ করে পরিচালনা কমিটির প্রধানের ও অধ্যক্ষের সিল স্বাক্ষর দিয়ে পাঠাতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।