বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশন আগামীকাল রোববার পর্যন্ত চলবে। এক বছর মেয়াদি এ কোর্সে জানুয়ারি–ডিসেম্বর ২০২৩ সেশনে ফাইন আর্টস টেকনোলজিতে ৬০ জন এবং ফিজিক্যাল এডুকেশন ও কম্পিউটার টেকনোলজিতে ৫০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে। আগ্রহী প্রার্থীরা ৬ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে।
আগে এন্ট্রি করা শিক্ষার্থীদের তথ্য এডিট করার দরকার হলে তথ্য নতুন করে এন্ট্রি করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। এ ছাড়া পূর্ববর্তী এন্ট্রিসহ নির্দিষ্ট ছক অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধানের ফরওয়ার্ডিংসহ রেজিস্ট্রেশন শাখায় জমা দিতে হবে।
২টি বিষয়ের প্রতিটির রেজিস্ট্রেশন ফি ২০০, রোভার স্কাউট ফি ১৫ টাকাসহ ২১৫ টাকা। রেজিস্ট্রেশন ফি সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড–এর অনুকূলে সোনালী সেবা অথবা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আগামী ৮ থেকে ১০ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে। এন্ট্রি করা ফরমের হার্ড কপি প্রিন্ট করতে হবে ৭ আগস্ট। রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের সময় রেজিস্ট্রেশন ফি জমাদানের রসিদ প্রদর্শন করতে হবে।