উপবৃত্তির জন্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির গুণগত মান ও সচ্ছতা নিশ্চিত করার জন্য দ্বিতীয় সভা ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় কারিগরি অধিপ্তরের মহাপরিচালকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির বিষয়টির গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সারা দেশ থেকে ৩৭টি আবেদনে পাওয়া তথ্য অধিকতর পর্যালোচনা করার জন্য গত ১৭ এপ্রিল কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশ মোতাবেক গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে।
সভায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) সভাপতিত্বে মহাপরিচালকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়েছে।
সভার আলোচ্যসূচিতে বলা হয়েছে, বিগত সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ।
৩৭টি প্রতিষ্ঠানে পাঠদানের অনুমোদন এবং প্রতিষ্ঠান কোড সঠিক রয়েছে কিনা- সে বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাওয়া মতামতের প্রেক্ষিতে উপবৃত্তি কার্যক্রমে অন্তর্ভুক্তির যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে সুপারিশ করা। সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।