অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সব সরকারি-বেসরকারি হাইস্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) শুধুমাত্র চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
টানা অতিবৃষ্টিতে সোমবার চতুর্থ দিনে পানিতে ভাসছে চট্টগ্রাম মহানগরী। কোথাও কোমর, কোথাও হাঁটুসমান পানিতে বন্দি হয়ে পড়া নগরীবাসী পড়েছেন বিশুদ্ধ পানি আর খাবারের কষ্টে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, দুই দিনে চট্টগ্রামে মোট ৪৩৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। মৌসুমী বায়ু প্রবল থাকায় আগামী ২৪ ঘণ্টায়ও চট্টগ্রামে ভারি বর্ষণের আভাস দিয়েছে অধিদপ্তর। এ পরিস্থিতিতে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব সরকারি-বেসরকারি হাইস্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।