মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মো. হাসানুল সিরাজীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক স্বাক্ষরিত এক পত্রে অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
জানা যায়, হাসানুল সিরাজীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কলেজের কিছু শিক্ষক দুদকে একটি অভিযোগপত্র দেন। দুদক বিষয়টি তদন্ত করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশনা দেয়। পরে মাউশি এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে।
ওই কমিটি অধ্যক্ষ হাসানুল সিরাজীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে তদন্ত প্রতিবেদন দাখিল করে। পরে কলেজের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ওই নোটিশের জবাব না দেয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
বিষয়টি জানতে অধ্যক্ষ হাসানুল সিরাজীর ব্যক্তিগত নম্বরে কল দেয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরিচালনা পর্ষদের অপর এক পত্রে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মো. আলমগীর হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।