কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি, আটক ৪

খুলনা প্রতিনিধি |

খুলনায় কুকুর জবাই করে মাংস বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে পরিত্যক্ত একটি ভবন থেকে তাদের হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে পুলিশের সোপর্দ করা হয়।

আটককৃতদের মধ্যে তিনজন কিশোর। তারা সবাই ওই পলিটেকনিকের আশেপাশের এলাকার বাসিন্দা। প্রাপ্তবয়স্ক না হওয়ায় নাম প্রকাশ করা সম্ভব হয়নি। আরেকজন হলেন, খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোনের হাবিবুর রহমানের ছেলে মো. আবু সাইদ (৩৭)। তিনি এই মাংস রান্না করে রাস্তায় ভ্রাম্যমাণভাবে অল্প দামে বিরিয়ানির সাথে বিক্রি করতেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, পরিত্যক্ত ভবনটি থেকে কয়েকদিন ধরে প্রচণ্ড দুর্গন্ধ আসছিল। আজ বিকেলে অভিযুক্তরা একটি কুকুর নিয়ে ওই ভবনে প্রবেশ করে। তা দেখে ফেলে কয়েকজন স্থানীয় তাদের পিছু নেয়। সেখানে গিয়ে দেখে, কুকুরটিকে জবাই করে মাংস প্রক্রিয়াকরণ চলছে। সেই সময়ে স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয়।

তিনি আরও বলেন, আমরা ওই ভবনটিতে গিয়ে অনেকগুলো জবাই করা কুকুরের চামড়া ও হাড় উদ্ধার করেছি। আটককৃতরা জানিয়েছে তারা প্রায় এক মাস ধরে কুকুরের মাংসের ব্যবসা করে আসছে।

ওসি বলেন, খবর পেয়ে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তারা গিয়েছেন সেখানে। প্রাণিসম্পদ অধিদফতরের পক্ষ থেকে বাদী হয়ে, পশু সংরক্ষণ আইনে মামলা দায়ের হচ্ছে। এছাড়া এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

যদিও নানা দেশে কুকুরের মাংস খাওয়ার প্রচলন রয়েছে। তবে এর রয়েছে নানা ক্ষতিকর দিক। কুকুরের মাংস খেলে জলাতংক বা লেপটোপিরোসিসের মতো রোগ ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এছাড়া কুকুরের মাংস সেবনে হতে পারে, রক্তনালীতে প্রদাহ, মাংসপেশিতে দুর্বলতা, চোখ নাক দিয়ে রক্ত ক্ষরণ, এমনকি মৃত্যুও হতে পারে।

ইতোমধ্যে কুকুরের মাংস ভক্ষণ নিষিদ্ধ করেছে ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়াসহ নানা দেশ।


পাঠকের মন্তব্য দেখুন
পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা - dainik shiksha শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি - dainik shiksha পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি - dainik shiksha দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস - dainik shiksha ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা - dainik shiksha রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা শিক্ষা কমিশন কেনো হলো না - dainik shiksha শিক্ষা কমিশন কেনো হলো না ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে - dainik shiksha ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান please click here to view dainikshiksha website Execution time: 0.0054111480712891