কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে মেস মালিকের ছেলে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আরেক শিক্ষার্থীকেও আক্রমণাত্মকভাবে তিনি হেনস্তা করেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে ইব্রাহিম খাঁনের মেসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. মোশারফ হোসেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেসের মালিক ইব্রাহিম খাঁর ছোটো ছেলে আবু সুফিয়ান মোশারফকে তার রুমের ওয়াশরুম পরিষ্কার করে রাখতে বলেন। মোশারফ বুধবার পরীক্ষার পর তা পরিষ্কার করে রাখবে বললে সুফিয়ান উত্তেজিত হয়ে প্রথমে গায়ে ধাক্কা ও পরে লাথি দেয়। এই বিষয়ে কথা বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেনের সঙ্গেও আক্রমণাত্মক আচরণ করেন সুফিয়ান।
ভুক্তভোগী মো. মোশারফ হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মেস মালিকের ছোটো ছেলে সুফিয়ান আমাকে ধাক্কা দেয়। একপর্যায়ে সে আমাকে লাথি দিয়ে বিছানায় ফেলে দেয়।
অভিযুক্ত আবু সুফিয়ান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সে আমাকে আর আব্বাকে উল্টাপাল্টা কথা বলছিলো। আমি ধাক্কা দেয়ার পর সেও আমার দিকে তেড়ে আসে ও বাজে কথা বলে।
মেসে বসবাসরত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অভিযোগ, এই মেস থেকে কোনো শিক্ষার্থী চলে যাওয়ার সময় নানাভাবে হয়রানির চেষ্টা করেন মালিকপক্ষ।
এই বিষয়ে ওই মেস মালিক ইব্রাহিম খাঁ বলেন, এ ঘটনার জন্য আমি ওর কাছে দুঃখ প্রকাশ করেছি। আমার ছেলেও তার কাছে দুঃখ প্রকাশ করেছে।
হয়রানির অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আমার ছেলের মতো। তাদের বিভিন্ন সময় অনেক ছাড় দেয়ার চেষ্টা করি। এখন যেহেতু কথা উঠেছেই, এসব বিষয়ে তাদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করবো।