গত সোমবার বিবাদে জড়ান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি গ্রুপ (রেজা-স্বজন)।
এই ঘটনা তদন্তে তিনজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন দেয়ার শেষ সময় আগামী রোববার।
বৃহস্পতিবার দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী।
এই প্রাথমিক তদন্ত প্রতিবেদনের দায়িত্ব পাওয়া তিন সহকারী প্রক্টর হলেন, সহকারী প্রক্টর মো. জাহিদুল ইসলাম, আবু ওবায়দা রাহিদ, শারমিন সুলতানা।
তদন্তের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর মো. জাহিদুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমাদের তিনজনের ওপর দায়িত্ব দেয়া হয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেবো।
প্রক্টর কাজী ওমর সিদ্দিকী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গত সোমবারের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিতে আমরা তিনজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দিয়েছি। আগামী রোববারের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
প্রসঙ্গত, গত সোমবার ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র ইকবাল ওরফে ইকবাল মনোয়ার ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ তুলেছেন নেতাকর্মীরা। এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি গ্রুপের মধ্যে।