কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের মধ্যে অবস্থিত টিলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে এ ব্যাপারে কিছু জানা যায়নি। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের মধ্যবর্তী জায়গা এবং দুই হল সংলগ্ন টিলায় আগুন জ্বলছে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের স্টাফদের সঙ্গে মিলে আগুন নেভানোর চেষ্টা করেন।
সদর দক্ষিণ থানার চিউড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা এসে দেখি আগুন প্রায় নিভে গেছে। এই সিজনে আগুন লাগার ঘটনা বেশি ঘটে থাকে। কেউ বিড়ি-সিগারেট খেয়ে ফেলেছে সেখান থেকে আগুন লাগতে পারে অথবা ময়লা পোড়ানোর জন্য কেউ আগুন দিয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আগুন লেগেছে শোনার সঙ্গে সঙ্গেই আমরা প্রক্টরিয়াল বডি এখানে এসে উপস্থিত হই এবং আমরা নিজেরা আগুন নিভানোর চেষ্টা করি। কে বা কারা আগুন লাগিয়েছে তা আমরা খোঁজ নেবো এবং ব্যবস্থা নেবো।
এর আগে ২০২২ খ্রিষ্টাব্দের ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটছিলো।