কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে হাসপাতালের আউটডোরের সামনে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘হাসপাতাল চালু চাই, শিক্ষার পরিবেশ চাই’, ‘স্বাস্থ্যসেবা রক্ষায়, হাসপাতাল চালু চাই’, ‘হাসপাতাল চালু হোক, শিক্ষাগ্রহণ সুষ্ঠু হোক’ স্লোগান দেন। তাদের অভিযোগ, উদ্বোধনের আট মাসেও হাসপাতালের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু না হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কর্মসূচি শেষে হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। তৃতীয় বর্ষের শিক্ষার্থী খালিদ হোসেন বলেন, মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি জরুরি ক্লিনিক্যাল ক্লাস। এর জন্য প্রয়োজন হাসপাতাল। কলেজ হাসপাতালে প্রয়োজনীয় সব কিচু থাকা সত্ত্বেও কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি। ক্লাস করতে যেতে হচ্ছে তিন কিলোমিটার দূরে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।
সেখানে যেতে অতিরিক্ত সময় ও অর্থ খরচ হচ্ছে। প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিক্ষার কোনো পরিবেশ নেই। কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. এইচএম আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরাও চেষ্টা করে যাচ্ছি দ্রুত সময়ের মধ্যে ইনডোর সেবা চালু করার।