দৈনিক শিক্ষাডটকম, চট্টগ্রাম : চট্টগ্রামে চান্দগাঁও এলাকায় কোচিং সেন্টারের এক শিক্ষকের ধর্ষণের শিকার হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনা ওই শিক্ষার্থীর বাবার করা মামলায় অভিযুক্ত শিক্ষক হামিদ মোস্তফা জিসানকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, চান্দগাঁও এলাকায় শিক্ষাশালা কোচিং সেন্টারে পড়তেন এনএমসি স্কুলের এসএসসি পরীক্ষার্থী সেই শিক্ষার্থী। এক পর্যায়ে কোচিংটির শিক্ষক হামিদ মোস্তফা জিসানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে সে।
এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ভুক্তভোগী শিক্ষার্থীর মামা বলেন, ‘আমরা এই ঘটনায় দোষী ব্যক্তির শাস্তি চাই। মা-বাবার পরই শিক্ষকের স্থান। এখন শিক্ষার্থীরা যদি শিক্ষকের কাছে নিরাপদ না থাকে তবে আমরা কোথায় যাব?’
সেই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করার পর গত ১৭ ফেব্রুয়ারি চান্দগাঁও থানায় জিসানের বিরুদ্ধে মামলা করে তার বাবা। পুলিশ ইতোমধ্যে তাঁকে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে ধর্ষণকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা এখনও স্বীকার করেন নি জিসান। এদিকে মুমূর্ষু শিক্ষার্থীর কাছ থেকে কোনো জবানবন্দিও পাওয়া যায়নি। তাই পুরো ঘটনা আর বিশদভাবে খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার পংকজ দত্ত জানান, ‘আমরা ইতোমধ্যে মামলা নিয়েছি এবং একমাত্র আসামিকে গ্রেফতার করেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও অভিযুক্ত এখনও কোন কিছু স্বীকার করেনি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আমরা আরও নিশ্চিত হবো।’
জানা যায়, অভিযুক্ত জিসানের বাড়ি কক্সবাজারের মহেশখালীর পশ্চিমপাড়া এলাকায়।