কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক সারজিস আলমকে তার হল থেকে বের করে দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে অমর একুশ হল ছাত্রলীগের কয়েকজন পদপ্রত্যাশীর বিরুদ্ধে। তবে কে বা কারা হল থেকে বের হওয়ার চাপ দিয়েছেন তা সাংবাদিকদের স্পষ্ট করেননি সারজিস।
গতাকল বৃহস্পতিবার রাত দশটার দিকে এমন ঘটনা ঘটে। ঘটনার পর পরই সেখানে শিক্ষার্থীরা জড়িত হয়ে রাস্তা অবরোধ করে কোটাবিরোধী স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় ছাত্রলীগ। পরে রাত সাড়ে বারোটার দিকে আবারও হলে ফিরেন তিনি।
এ ব্যাপারে সারজিস বলেন, ‘আমাকে হল ছাত্রলীগের পদপ্রত্যাশীরা এসে বলছে ভাই আপনাকে উপরের নির্দেশে হল থেকে বের হয়ে যেতে বলা হয়েছে। এরপর আমি বের হয়ে যাওয়ার প্রস্তুতি নেই। শিক্ষার্থীরা আমাকে দেখে হল গেটে জড়ো হয়। আমি ছাত্রলীগের হাইকমান্ডের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করলে তারা জানান ,এমন কোন নির্দেশনা দেননি তারা।’
সাংবাদিকরা অভিযুক্তদের নাম জানতে চাইলে সারজিস নাম প্রকাশ করেননি। তিনি বলেন, ‘প্লিজ, আমি তাদের নামগুলো বাহিরে জানাতে চাইনা। তারা আমারই হলের জুনিয়র, বন্ধু। তাদের আত্মসম্মানের কথা চিন্তা করে আমি নামগুলো বলতে চাইনা।’
সারজিস হল থেকে বের করতে চাওয়া সবাই ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী বলে জানা গেছে।