নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন কোটা ইস্যুতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর মধ্য দিয়ে দীর্ঘ ছয় ঘন্টা পর স্বাভাবিক হলো শাহবাগের যানচলাচল।
বৃহস্পতিবার দুপুর ১২টায় শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে বিকেল ৬টায় শাহবাগ মোড় ছেড়ে যান তারা।
অবস্থান কর্মসূচি শেষে কোটা আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়েল সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- চার দফার ভিত্তিতে শুক্রবার অনলাইন এবং অফলাইনে জনসংযোগ, এবং সারা দেশের সঙ্গে তা সমন্বয় করা হবে। শনিবার বিকেল তিনটায় সব বিশ্ববিদ্যালয়-কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। রোববার সকল বিশ্ববিদ্যালয়-কলেজের ক্লাস-পরীক্ষা বর্জন ঘোষণা এবং শনিবার বিকেলে আন্দোলনের পর রবিবারে কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় তিনি বলেন, কোটা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করছে সরকার। ১৮ খ্রিষ্টাব্দের নির্বাহী বিভাগের পরিপত্রের পরে ফের এই পরিপত্রকে অবৈধ বলে ঘোষণা করা নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের সমন্বয় হীনতারই প্রমাণ। নির্বাহী বিভাগ কি পরিপত্র জারি করছে যে তা আবার বাতিল করা হলো। কারা শিক্ষার্থীদের বিচার বিভাগের মুখোমুখি করলো।