রাজধানীর ইডেন মহিলা কলেজে কোটাবিরোধী আন্দোলনকারী এক ছাত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। আহত ওই শিক্ষার্থী এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১৫ জুলাই) কোটাবিরোধীদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচির আগ মুহূর্তে ওই ছাত্রীর ওপর হামলা হয় বলে জানা গেছে। হামলার শিকার ছাত্রীর নাম শাহিনূর সুমি। তিনি ইডেনের কলেজের মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। সুমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ইডেন শাখার সভাপতি।
প্রত্যক্ষদর্শী ও ঢাকা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ইডেন কলেজের ভেতরে ছাত্রলীগের কর্মীরা মোবাইল দিয়ে সুমির মাথায় আঘাত করেন। এ ছাড়া উপর্যুপরি মারধর করা হয় তাকে। পরে সংগঠনের নেতাকর্মীরা তাকে আহত অবস্থায় ঢাবির চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে পরে ঢামেকে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসক জানিয়েছেন, সুমি এখনো অচেতন অবস্থায় আছেন। তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, অবস্থা গুরুতর নয়। তবে পর্যবেক্ষণের পর প্রকৃত অবস্থা জানা যাবে।
গত রোববার সংবাদ সম্মেলনে কোটাবিরোধী আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভ হয়। এর ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে আবার বিক্ষোভ ডানে তারা।