সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল করা নিয়ে হাইকোর্টের রায়ের ইস্যুতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয়ে কোটা বিরোধী প্ল্যাকার্ড হাতে বিভিন্ন ধরণের স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। পরে সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, ভিসি চত্বর, টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, কোটার বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে ১৮ খ্রিষ্টাব্দের পরিপত্র বহাল রেখে পরে শিক্ষার্থীদের সাঙ্গে আলোচনা সাপেক্ষে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে।
আমরা হাইকোর্টের এই রায়কে প্রত্যাখ্যান করলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারের প্রতি অনুরোধ থাকবে তারা যেনো এই রায়ের বিরুদ্ধে আপিল করে। যদি সরকারের পক্ষ থেকে আপিল করা না হয় তাহলে আইন এবং রাজপথ দুই ভাবেই আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারজানা বলেন, কোন যুক্তিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা রাখা হয়েছে? কোন যুক্তিকে ২ শতাংশ জনগণের জন্য ৫৬ শতাংশ কোটা রাখা হবে আর বাকি ৯৭ শতাংশ জনগণের জন্য বাকি মাত্র ৪৪ আসন? কোন যুক্তিতে এই ব্যবস্থা করা হয়েছে আমরা জানতে চাই।