সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কোটা ইস্যুতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পড়ায় মন দেয়াসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার (১১ জুলাই) আদালতের আদেশের কপি সংযুক্ত করে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।
ইউজিসি বলছে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে দায়ের করা সিভিল বিবিধ পিটিশন নম্বর ৫৪১/ ২০২৪ এবং ৬১৯/২০২৪-এর পরিপ্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা দেয়া হয়েছে।
এর মধ্যে সব প্রতিবাদকারী কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো।
দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তাদের ছাত্র-ছাত্রীদেরকে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন বলে এই আদালত আশা করে।
স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্র-ছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারবেন। আদালত মূল দরখাস্তটি নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবে।
এমন পরিস্থিতিতে, আদালত থেকে এই পর্যবেক্ষণ ও নির্দেশনাগুলো পালনের নির্দেশ দেয়া হলো।