নতুন শিক্ষাবর্ষের সব বই এখনো পৌঁছায়নি সারাদেশের স্কুলগুলোতে। এ পরিস্থিতিতে কোন কোন উপজেলায় কোন কোন শ্রেণির পাঠ্যবই পৌঁছায়নি তা জানতে চেয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মঙ্গলবারের মধ্যে ইমেইলে এসব তথ্য বোর্ডে পাঠাতে বলা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের।
বিষয়টি জানিয়ে সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সব জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে। ইমেইলে কোন উপজেলায় কোন শ্রেণি ও বিষয়ের বই যায়নি তা এনসিটিবিকে জানাতে মাঠ পর্যায়ের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
এনসিটিবির চিঠিতে বলা হয়েছে, উপজেলায় ২০২৩ খ্রিষ্টাব্দের যেসব শ্রেণি ও বিষয়ের পাঠ্যপুস্তক এখন পর্যন্ত পৌঁছায়নি তার তালিকা ৭ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে এনসিটিবির চেয়ারম্যান বরাবর ইমেইলে ([email protected] ও [email protected]) পাঠানোর জন্য বলা হলো। চিঠিটি জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়েছে এনসিটিবি।
এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে ইমেইলে কোন উপজেলায় যেসব শ্রেণি ও বিষয়ের পাঠ্যপুস্তক এখন পর্যন্ত পৌঁছায়নি তার তালিকা পাঠাতে বলা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।