প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব প্রশিক্ষণে মেডিটেশন ও টোটাল ফিটনেস কোর্স অন্তর্ভুক্ত হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সব প্রকল্প পরিচালক, পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে চিঠি গত ১৮ মে কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
গতকাল রোববার বিকেলে দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।
জানা গেছে, কোয়ান্টাম ফাউন্ডেশনের অনুরোধে সব প্রশিক্ষণে মেডিটেশন ও টোটাল ফিটনেস কোর্স অন্তর্ভুক্ত করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
দৈনিক আমাদের বার্তার হাতে থাকা নথি বলছে, গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব প্রশিক্ষণে মেডিটেশন ও টোটাল ফিটনেস প্রোগ্রামকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে চিঠি পাঠিয়েছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের শিক্ষা সেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ। ওই চিঠিতে বলা হয়েছিলো, কোয়ান্টাম ফাউন্ডেশন মেডিটেশন, ইয়োগা ও শিষ্টাচার প্রশিক্ষণ দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব প্রশিক্ষণে টোটাল ফিটনেস প্রোগ্রাম পরিচালনায় আগ্রহী।
গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ওই চিঠিটি ‘অবহিত করার জন্য’ গত ১৫ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডমি (নেপ) ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটকে পাঠিয়েছিলেন উপসচিব ড. বিলকিস বেগম।
গণশিক্ষা মন্ত্রণালয়ের ওই চিঠি অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব প্রশিক্ষণে মেডিটেশন ও টোটাল ফিটনেস কোর্স অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব প্রকল্প পরিচালক, পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ১৮ মে অধিদপ্তর প্রশাসন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশটি জারি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম গতকাল রোববার বিকেলে দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব প্রশিক্ষণে মেডিটেশন ও টোটাল ফিটনেস কোর্স অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।