ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন মল চত্বরে বান্ধবীকে নিয়ে আড্ডা-খুনসুটি করার সময় জেরা করায় এক শিক্ষার্থীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে। শনিবার (৮ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে সূর্য সেন হলের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষার্থীরা নাম আবদুল্লাহ আল বায়জিদ। তিনি স্যার এফ রহমান হলের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। ভুক্তভোগী তৌফিকুর রহমান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি সূর্য সেন হলে থাকেন।
প্রত্যক্ষদর্শী ও ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিসি চত্বর থেকে সূর্য সেন হলের দিকে আসছিলেন তৌফিক। এ সময় গাছের আড়ালে আবদুল্লাহ আল বায়জিদ তার বান্ধবীর সাথে ‘আপত্তিকর অবস্থায়’ দাঁড়িয়ে ছিলেন। তৌফিকুরের কাছে বিষয়টি দৃষ্টিকটু মনে হওয়ায়, বায়জিদ ঢাবির কোন হলে থাকে তা জিজ্ঞেস করেন।
এ বিষয়ে আবদুল্লাহ আল বায়জিদ বলেন, আমি আমার বান্ধবীর সাথে আইইআর ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়েছিলাম। আমরা আপত্তিকর অবস্থায় ছিলাম, কথাটা মিথ্যা। আমাকে সূর্য সেন হলের সামনে তারা বেধড়ক পিটিয়েছে। আমি তাকে ইট দিয়ে আঘাত করিনি, আমার কনুই লেগে তার একটু কেটে গেছে।
আহত শিক্ষার্থী তৌফিকুর রহমান বলেন, কোনো অপরাধ ছাড়াই আমার মা-বাবা তুলে গালি দিয়েছে, আমার হলের সামনে আমার মাথায় ইট দিয়ে জখম করেছে। আমি এই ঘটনার বিচার চাই।
জানতে চাইলে স্যার এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, আবদুল্লাহ আল বায়জিদ দোষী সাব্যস্ত হলে তাকে দ্রুত হল থেকে বহিষ্কারের ব্যবস্থা করবো।