ক্ষমতার দাপটে এসএসসি পরীক্ষার হলে বিশেষ সুবিধা পাবেন না। আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। তবে, পরীক্ষার হলে কোনো বিশেষ পদাধীকারী ব্যক্তির ছেলে বা মেয়ে বিশেষ সুবিধা পেতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া মাত্র শিক্ষা প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি আরো বলেছেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পাবলিক পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে বিশেষ পদাধীকারী কোনো সরকারি কর্মকর্তা বা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সন্তানকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ দীর্ঘ দিনের। অনেকেই ক্ষমতার দাপট দেখিয়ে পাবলিক পরীক্ষা বিশেষ সুবিধা নেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার হলে পরিদর্শন টিম ছাড়া আর কারো যাওয়ার কথা নয়। তিনি যেই হোন না কেনো। এটি কঠোরভারে মনিটর করা হবে। আপনাদের কাছে তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে জানানো আমরা ব্যবস্থা নেবো।
তিনি আরো বলেন, বিশেষ সুবিধা প্রাপ্য নন এমন কোনো শিক্ষার্থী বিশেষ সুবিধা পাবেন না। আমাদের ম্যানুয়ালে আছে এমন অসুস্থতার কারণে কোনো পরীক্ষার্থীর যদি বিশেষ সুবিধা পাওয়া সুযোগ না থাকে, তাহলে কোনো পদাধীকারী ব্যক্তির পুত্র বা কন্যা কোনোভাবেই সে সুবিধা পেতে পারেন না। অভিযোগ পাওয়া মাত্র আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেবো।
তিনি বলেন, আমাদের অনেকগুলো কেন্দ্র। সব কেন্দ্রে মন্ত্রণালয় বা অধিদপ্তরের কাউকে সেখানে রাখা সম্ভব নয়। আমাদের কাছে স্থানীয় পর্যায় থেকেই তথ্য আসতে হয়। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আমাদের তাৎক্ষণিকভাবে জানাবেন, আমরা ব্যবস্থা নেবো।
এর আগে মন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা দিতে অতিরিক্ত সময় পাবেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধকতা ও হাত না থাকা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ধরনের পরীক্ষার্থীদের ও শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসিতে ভোগা পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক, অভিভাবক, সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।