খণ্ডকালীন শিক্ষক পদে একজন চেয়ারম্যানকে কর্মরত রাখায় চাঁদপুরের ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হান্নান মিজির এমপিও বাতিল করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে চেয়ারম্যানকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত রাখাসহ অতিরিক্ত শ্রেণি-শাখা খোলার আগেই শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষক পদে যোগদান করেও করণিক পদের এমপিও গ্রহণ, কমিটির রেজুলেশনে নিজের নাম পৃথকভাবে সংযোজনের অভিযোগ প্রমাণিত হওয়ার তাকে এ শাস্তি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তার এমপিও বাতিলের নির্দেশ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হান্নান মিজির নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিক উল্লাহ পাটোয়ারীকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত রেখেছিলেন। এর প্রমাণ মিলেছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বিভাগের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হান্নান মিজির বিরুদ্ধে সহবারী শিক্ষক হিসেকে যোগদান করেও আগের পদের অর্থাৎ করণিক পদে এমপিও গ্রহণ করার অভিযোগ, অতিরিক্ত শ্রেণি শাখার খোলার অনুমতি পাওয়ার আগে নিয়োগ দেয়ার অভিযোগ, ম্যানেজিং কমিটির রেজুলেশনে মো. হান্নান মিজি নামটি পৃথকভাবে সংযোজনের অভিযোগ ও মো. রফিক উল্লাহ পাটোয়ারী নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান হওয়র সত্ত্বেও খণ্ডকালীন শিক্ষক হিসেবে তাকে কর্মরত রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে। গত ৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলে তার দাখিল করা জবাব সন্তোষজনক না হওয়য়া এমপিও নীতিমালা অনুযায়ী তার এমপিও বাতিলের বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে চিঠিতে।
এ বিষয়ে মন্তব্য জানতে দৈনিক শিক্ষাডটকমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হান্নান মিজির কাছে। তবে, তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন। প্রমাণিত হওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হান্নান মিজি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ইউএনও স্যারের অফিসে মিটিংয়ে আছি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।