স্কুলের খণ্ডকালীন শিক্ষকরাও নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সপ্তম-অষ্টম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শুধু স্থায়ীভাবে নিয়োগ পাওয়া শিক্ষকরা প্রশিক্ষণ পেয়েছিলেন। সে সময় খণ্ডকালীন শিক্ষকরা প্রশিক্ষণ পাননি। তবে অষ্টম-নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আগে স্কুলের সব শিক্ষা প্রশিক্ষণ পাবেন। যারা আগে প্রশিক্ষণ পেয়েছিলেন তারা এবং খণ্ডকালীন শিক্ষকরা অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের প্রশিক্ষণ পাবেন। নতুন শিক্ষাক্রম নিয়ে গত কয়েকমাস ধরে চলা অপপ্রচার ও বিভ্রান্তি দূর করতে খণ্ডকালীন শিক্ষকদের প্রশিক্ষণ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।
সোমবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে (আমাই) নতুন শিক্ষাক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, আমাদের ক্রমাগত প্রশিক্ষণ চলছে। আমাদের শিক্ষকরা সেখানে অংশগ্রহণ করছেন। আমাদের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ হয়ে যাচ্ছে। মাঠ পর্যায়ে যারা প্রশিক্ষণ পেয়েছেন তাদেরও প্রশিক্ষণ হবে। একইসঙ্গে যারা খণ্ডকালীন শিক্ষক, যাদেরকে আমরা আগেরবার সবাই প্রশিক্ষণ দিতে পারিনি, তাদেরও প্রশিক্ষণ দেয়া হবে। শিক্ষকদের প্রশিক্ষণে অপপ্রচারের রোধের বিষয়ও অন্তর্ভুক্ত করা হবে বলে জানান মন্ত্রী।
আগামী বছর মাধ্যমিকে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হচ্ছে ডিসেম্বরে। আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষকরা প্রশিক্ষণ পাবেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।