খতিয়ান জালিয়াতির অভিযোগে ঢাকার জেলা প্রশাসকের করা মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. ইউসুফ। তিনি রাজধানীর লালবাগ এলাকার হাজী ইলিয়াসের ছেলে। তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মো. ইউসুফ লালবাগ মৌজার জমির নামজারীর জন্য লালবাগ রাজস্ব সার্কেলে আবেদন করেন। আবেদনের সঙ্গে দাখিলকৃত কাগজপত্রের মধ্যে খতিয়ানগুলোতে স্বাক্ষর সন্দেহজনক হওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে পাঠানো হয়। রেকর্ডরুমে থেকে জানানো হয়, দাখিলকৃত খতিয়ানের তথ্য সঠিক নয়। মো. ইউসুফ জালজালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয়।
ঢাকা ডিসি অফিস আরো জানিয়েছে, পুলিশ এ অভিযোগে তাকে আটক করে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করার জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দীর্ঘদিন ধরে একটি জালিয়াতিচক্র এ ধরনের কাজকর্মের মাধ্যমে এ লাকার নিরীহ মানুষের জমি হাতিয়ে নিচ্ছে।
এ ধরনের জালিয়াতি প্রতিহত করতে ঢাকা জেলা প্রশাসক বদ্ধ পরিকর বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।