ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজেখুদে বিজ্ঞানীদের মিলনমেলা

সোহাগ ফেরদৌস |

আন-নাফিউ, রুবাইয়াত রহমান ও হাসিন ইশরাক। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। এ বয়সেই চিকিৎসা ব্যবস্থায় আধুনিক বিজ্ঞানের ব্যবহার নিয়ে ওদের চিন্তা। আর সেই ভাবনা থেকেই তিন বন্ধু মিলে তৈরি করেছে ‘হেলেন: দ্য মেডিকেল রোবট’। এটি মূলত একটি রোবট নার্স। রুগীর ডাকে সাড়া দিয়ে ব্লাড প্রেসার, অক্সিজেন লেভেল, ডায়াবেটিস, এমন কি দেহের তাপমাত্রাও পরিমাপ করতে পারে। রুগীকে সময়মতো ওষুধও সরবরাহ করতে পারে। এ ছাড়াও অগ্নিকাণ্ডের আভাস পেলে সবাইকে সতর্কও করবে এ রোবট নার্স।

সম্প্রতি অনুষ্ঠিত ডিআরএমসি সাইন্স ক্লাবের উদ্যোগে ১৪তম ‘ডিএমআরসি-সামিট ন্যাশনাল সায়েন্স কার্নিভাল ২০২৩’ এ অংশ নেয়া পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থী এমন এক হাজার প্রজেক্ট প্রদর্শনী করেছে। গত ৯ ফেব্রুয়ারি এ উৎসব শুরু হয়ে চলে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।  

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের তিন বন্ধু প্রত্যয় নন্দী, আলভী খান ও অনিন্দ্য রয় সড়ক দুর্ঘটনা রোধে তৈরি করেছে ‘স্মার্ট রোড সিস্টেম’। শহীদ আনোয়ার গার্লস কলেজের আলিফা ইবনে রাসিয়া, রামিসা আনজুম ও তাসফিয়া তৈরি করেছে ‘প্লাস্টিক টু ন্যানো ডায়মন্ড কনভার্টার’ নামে প্রজেক্ট। খুদে বিজ্ঞানীদের এমন মননশীল চিন্তার প্রতিফলন দেখা যায় প্রায় সব প্রজেক্টেই। 

এছাড়াও এ সায়েন্স কার্নিভাল প্রদর্শিত হয়েছে ওয়াল ম্যাগাজিন এবং স্ক্র্যাপ বুক প্রদর্শনী। এছাড়া গেমিং প্রতিযোগিতা, লাইন ফলোইং রোবট, ইলাস্ট্রেশন প্রদর্শনী, পোস্টার ডিজাইনিং প্রদর্শনী, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড, সকার বোট, কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। সায়েন্টিফিক ক্রসওয়ার্ড, বিজ্ঞান বিষয়ে গল্প লেখা এবং বায়ো কেমিস্ট্রি অলিম্পিয়াড, দাবা প্রতিযোগিতার ইভেন্টও ছিল মনোমুগ্ধকর। 

এ আয়োজন নিয়ে ডিআরএমসি সায়েন্স ক্লাবের মডারেটর ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা যাতে তাদের বিজ্ঞান মনস্ক চিন্তার বাস্তব প্রতিফলন ঘটাতে পারে সেজন্য সায়েন্স কার্নিভালকে একটি প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছি এবং প্রতিবছরই এ আয়োজন করছি। সায়েন্স ক্লাবের পক্ষ থেকে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ কোলাবোরেশনও করা হয়েছে। শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞানে আরও মনোযোগী করতে ডিআরএমসি সাইন্স ক্লাব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

তিন দিন ব্যাপী সাইন্স কার্নিভালের উদ্বোধন করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষার্থী এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

কলেজের ১৮টি ক্লাবের মূখ্য সমন্বয়ক ও শিক্ষক প্রতিনিধি এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী বলেন, আ্যকাডেমিক শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে আমাদের ছাত্রদের একুশ শতকের চ্যালেঞ্জ গ্রহণের লক্ষ্যে আরও যুগোপযোগী করে গড়ে তুলছি। 

কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি ১৮টি ক্লাবের মাধ্যমে আমাদের ছাত্রদের বৈশ্বিক চ্যালেঞ্জ গ্রহণে দক্ষ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছি। এরই ফলশ্রুতিতে ২০২২ খ্রিষ্টাব্দে জাতীয় শিক্ষা সপ্তাহে দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে এ কলেজ। এছাড়া ডিজিটাল স্কুল ক্যাটাগরিতে শেখ রাসেল স্বর্ণ পদক-২০২২ অর্জন করেছে। এ বছরের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে জায়েদ সাসটেইনেবিলিটি সপ্তাহে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ মাধ্যমিক স্কুল নির্বাচিত হয়েছে এ প্রতিষ্ঠান।

অধ্যক্ষ আ্যকাডেমিক শিক্ষার সফলতা তুলে ধরে বলেন, ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার ফলে দেশসেরা হয়েছে এ কলেজ। আমরা সবার সহযোগিতায় এ কলেজের মুকুটে আরও সাফল্যের পালক যুক্ত করতে সদা সচেষ্ট। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
হামলায় মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কর্তৃপক্ষের - dainik shiksha হামলায় মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কর্তৃপক্ষের সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত - dainik shiksha সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত নৈরাজ্যকারীদের প্রতিহত করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ: সারজিস - dainik shiksha নৈরাজ্যকারীদের প্রতিহত করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ: সারজিস মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা - dainik shiksha সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত - dainik shiksha সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর - dainik shiksha অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027740001678467