খুলনা বিশ্ববিদ্যালয়ে বিএনসিসির নৌ-ক্যাডেট রিক্রুটমেন্ট কার্যক্রমের উদ্বোধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন অফিসে ভর্তিচ্ছুদের মধ্য থেকে দুইজনের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
পরে উপাচার্য ভর্তিচ্ছুদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জাতি গঠনে স্বেচ্ছাসেবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীরা বিএনসিসি ও স্কাউটে যুক্ত হলে জ্ঞান ও শৃঙ্খলার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। তারা সু-শৃঙ্খল জীবন গঠনের পাশাপাশি দেশের দুর্যোগকালে বা অন্যান্য কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বিএনসিসির নৌ উইংয়ে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ২৫টি ডিসিপ্লিনের ৮২ জন শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের নৌ প্লাটুনের পক্ষ থেকে বিএনসিসির নৌ শাখার ক্যাডেট সার্জেন্ট, ক্যাডেট করপোরাল, ল্যান্স করপোরালসহ অন্যান্য ক্যাডেটরা উপাচার্যকে গার্ড অব অনার প্রদান করেন।
উপাচার্য সাদা পায়রা উড়িয়ে নৌ-ক্যাডেট রিক্রুটমেন্টের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্ধোধন করেন। পরে বিএনসিসির খুলনা ফ্লোটিলা সুন্দরবন রেজিমেন্টের পক্ষ থেকে উপাচার্যকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এসময় ফ্লোটিলা অধিনায়ক লেফট্যানেন্ট রুম্মান বিন ইসলাম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির নৌ শাখার দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আন্ডার অফিসার (পিইউও) শাপলা সিংহসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।