খুবিতে রিসার্চ সোসাইটির কর্মশালা

দৈনিক শিক্ষাডটকম, খুবি |

খুলনা বিশ্ববিদ্যালয়(খুবি) রিসার্চ সোসাইটির আয়োজনে ‘মাস্টারিং ইওর থিসিস: ফ্রম ড্রাফট টু ডিফেন্স’ শীর্ষক এক কর্মশালা শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকালে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণামনষ্ক হওয়া উচিত। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় যেমনি এগিয়ে যায়, তেমনি বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের এগিয়ে নেয়া যায়। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে গবেষণার দিকে অধিক গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশে গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ের বিষয়ে অ্যাক্রেডিটেশন কাউন্সিল কাজ করছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রোগ্রামগুলোকে অ্যাক্রিডেট করাতে হবে। তথ্যভিত্তিক রিসার্চ, কোয়ালিটি কারিকুলাম সব কিছুই এতে চিহ্নিত করা হয়। যার ওপর ভিত্তি করে অ্যাক্রেডিটেশন দেয়া হয়। পরে তাদেরকে র‌্যাঙ্কিংয়ের আওতায় আনা হয়। বাংলাদেশে এখন কোনো বিশ্ববিদ্যালয় নিজ দেশের র‌্যাঙ্কিংয়ে নাই। নিজ দেশের র‌্যাঙ্কিংয়ে না থাকার কারণে উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। এজন্য সবার আগে বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোকে অ্যাক্রেডিটেশনের আওতায় এনে নিজ দেশের র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া জরুরি।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ ও একই ডিসিপ্লিনের প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উপদেষ্টা ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসান এবং খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উপদেষ্টা ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।


পাঠকের মন্তব্য দেখুন
মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0047838687896729