খোলা মাঠে স্কুলের পাঠদান

দৈনিক শিক্ষাডটকম, শরীয়তপুরে |

প্রায় দেড় মাস আগে পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে পাঠদান বন্ধ হয়ে যায়। পরে অস্থায়ী ঘর তুলে স্থানীয় একটি মাদ্রাসার রান্নাঘরের পাশে রেখে পাঠদান শুরু করা হয়। এখন খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে ভিজে কোনো রকমে শিক্ষা কার্যক্রম চলছে। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। 

শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নে পদ্মা সেতু অধিগ্রহণকৃত সরকারি জমিতে ৫২ নম্বর পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে এমন চিত্র দেখা গেল।

গত ৫ অক্টোবর সকালে একই ইউনিয়নের নদীর ওপারে আহাম্মেদ মাঝিকান্দি এলাকায় অবস্থিত স্কুল ভবনটি নদীভাঙনে বিলীন হয়ে যায়। এরপর থেকেই পদ্মা সেতু অধিগ্রহণকৃত সরকারি জমিতে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। বৃষ্টি বা রোদ বাড়লে স্থানীয় একটি মাদ্রাসার রান্নাঘরের ঝাঁপের নিচে শিক্ষক-শিক্ষার্থীরা আশ্রয় নেয়।

১৯৭০ খ্রিষ্টাব্দে স্থাপিত হয় বিদ্যালয়টি। তখন পাইনপাড়া এলাকাটি পদ্মা নদীর দক্ষিণ তীরে ছিল। পরে কয়েক দফায় নদীভাঙনের কবলে পড়ে এলাকাটি এখন পদ্মা নদীর মাঝামাঝি স্থানে একটি চরে রূপান্তরিত হয়েছে। স্থাপনের পর থেকে টিনের ছাউনি দেওয়া পাকা মেঝের ঘরেই চলছিল পাঠদানের কার্যক্রম। তবে ১৯৯৫ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি প্রথমবার ভাঙনের কবলে পড়ে। দ্বিতীয় দফায় ২০০৭ খ্রিষ্টাব্দে ভাঙনের কারণে এটির জমি ও অবকাঠামো নদীতে বিলীন হয়ে যায়।

২০১৩ খ্রিষ্টাব্দে চরপাইনপাড়ায় ৩৩ শতাংশ জমির ওপর পাঁচটি কক্ষ নির্মাণ করে বিদ্যালয়টির শিক্ষাকার্যক্রম চালু করা হয়। সেই পাঁচ কক্ষের ভবনটি ৫ অক্টোবর নদীতে বিলীন হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থী পঞ্চম শ্রেণির নিশাদুল রায়হানা ও চতুর্থ শ্রেণির সামিয়া আক্তার বলে, ‘আমাদের স্কুল ভবনটি নদীতে বিলীন হয়ে গেছে। তাই নদী পার হয়ে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। রোদ ও বৃষ্টি হলে আমাদের অনেক কষ্ট হয়। তাই আমাদের একটি বিদ্যালয়ের ভবন দরকার।’

শিক্ষার্থীদের অভিভাবক মজিবর ও ফাহিমা বেগম বলেন, ‘বিদ্যালয়ের ভবন নদীতে বিলীন হওয়ার পর আমরা অভিভাবকরা চিন্তায় আছি। আহাম্মেদ মাঝিকান্দি এলাকার আশপাশে কোনো বিদ্যালয় না থাকায় বাধ্য হয়ে শিক্ষার্থীরা নদী পার হয়ে ওই বিদ্যালয়ে পড়ছে।’

বিদ্যালয়ের দপ্তরি রিপন শেখ বলেন, বিদ্যালয়ের ভবন না থাকায় দাঁড়িয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের পানি দিতে হয়। বিদ্যালয়ের যাবতীয় কাজ করতে হচ্ছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘খোলা আকাশের নিচে অনেক কষ্ট করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করছি। শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। তাই বিদ্যালয়ের ভবনটি যেন দ্রুত করা হয়, এই দাবি জানাচ্ছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম মিয়া (শান্ত) বলেন, ‘নদীভাঙনের কারণে বিদ্যালয়ের ভবনটি ধসে পড়ে। এরপর থেকে বাধ্য হয়ে নদী পার হয়ে পদ্মা সেতু অধিগ্রহণকৃত সরকারি জমিতে খোলা আকাশের নিচেই পাঠদান করতে হচ্ছে। বিদ্যালয়ে ১২৩ জন শিক্ষার্থীর মধ্যে বেশিরভাগই আসেনি ভবন বিলীন হওয়ায়।’  

জাজিরা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মিহাজুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের ভবনটি নদীতে বিলীন হওয়ায় নদী পার হয়ে পদ্মা সেতু অধিগ্রহণকৃত সরকারি জমিতে খোলা আকাশে ও স্থানীয় একটি মাদ্রাসার রান্নাঘরের ঝাঁপ উঠিয়ে পাঠদান চলছে। তবে অস্থায়ীভাবে একটি টিনশেড করার পরিকল্পনা রয়েছে। সরকারি বরাদ্দের আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে বিদ্যালয়ের ভবনটি করা যাবে।’

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, ‘আমি জাজিরায় যোগ দিয়েছি দুই সপ্তাহ হলো। কোনো স্কুল নদীতে বিলীন হয়েছে, তা কেউ আমাকে জানাননি। খোঁজ নিয়ে দেখব বিদ্যালয়টির বিষয়ে কী পদক্ষেপ নেয়া যায়।’


পাঠকের মন্তব্য দেখুন
৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024130344390869