গণমাধ্যম পর্যবেক্ষণে স্বাধীন কমিশন গঠনের উদ্যোগ নেয়া হবে : আইনমন্ত্রী

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য একটি স্বাধীন কমিশন বা ওয়াচডগ গঠনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘গণমাধ্যমের আইনি সুরক্ষায় গুরুত্ব দেয়া হচ্ছে। সাংবাদিকদের সুরক্ষা দেয়া ও গণমাধ্যমের অসুবিধাগুলো দূর করার জন্য আলাপ আলোচনার মাধ্যমেই একটি সুরক্ষা আইন তৈরি করতে হবে।’ 

শনিবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত সম্প্রচার সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চতুর্থ সম্প্রচার সম্মেলনে এবারের প্রতিপাদ্য ছিল ‘সাংবাদিকতার নীতি-সুরক্ষা-স্বাধীনতা’। সম্মেলনে গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা সুরক্ষায় আইন করার পাশাপাশি বিভিন্ন দাবি তুলে ধরেন। পাশাপাশি প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন যাতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো হয়রানিমূলক না হয়ে সাংবাদিকবান্ধব হয়, সে বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।

পরে অনুষ্ঠানের দুটি অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, ‘স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা ডিজিটাল সিকিউরিটি আইনের উদ্দেশ্য ছিল না। আইনটি সম্পর্কে যখন যে ধরনের অভিযোগ পাওয়া গেছে, তখনই সমাধানে ব্যবস্থা নেয়া হয়েছে। সকল সমস্যার সমাধানে গণমাধ্যমের সুরক্ষায় শিগগিরই আইন করার উদ্যোগ নেয়া হবে।’ 

মন্ত্রী বলেন, ‘একটি ব্রডকাস্টিং কমিশন অথবা এই ধরণের একটা কমিশন, যেটি হবে ওয়াচডগ। কোড অব ইথিকস প্রয়োগের জায়গা যদি বাধা আসে তাহলে সেখানে যেমন মালিকরা যেতে পারবেন, সাংবাদিক, জনগণ, সরকার- সবাই যেতে পারবে। সেই রকম একটা ওয়াচডগ সেটআপ করতে আইনি কাঠামো লাগবে। সরকারেরও একটা দায়িত্ব হবে, আমরাও যেন এমন কিছু না করি যেটা এই কোড অব ইথিকস ভঙ্গ করবে। যদি সরকারও করে তাহলে যাতে আপনারা সেই স্বাধীন কমিশনে যেতে পারেন।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘চূড়ান্ত বিচারে মানুষ ভালো সাংবাদিকতাকে মনে রাখবে। এজন্য সাংবাদিকদের নীতি-নৈতিকতা ঠিক রেখে সাংবাদিকতা করতে হবে। আর সেজন্যই রাষ্ট্রকেই সাংবাদিকবান্ধব আইন নিশ্চিত করতে হবে।’

অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘সাংবাদিকদের সুরক্ষায় বাধা সৃষ্টি করা হচ্ছে। এই বাধা বলতে শুধু রাজনৈতিক বাধা বুঝলে হবে না। সম্প্রচারকর্মীদের বঞ্চনার জায়গায় পরিবর্তন হচ্ছে না। কোনো আইনি কাঠামো নেই। ফলে সুরক্ষা ব্যহত হচ্ছে।’

বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক বলেন, ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা (এথিকস) নিয়ে কাজ করছে বিজেসি। এ সংক্রান্ত একটি নীতিমালাও প্রণয়ন করা হয়েছে, সাংবাদিকতার অবক্ষয়ের এই সময়ে যা জরুরি ছিল। নিজেদের জন্য নিজেরাই নীতি তৈরি করার এই চেষ্টাটিকে আমি যুগান্তকারী মনে করি।’

সদস্য সচিব শাকিল আহমেদ বলেন, ‘শ্রম আইনে সব কর্মীর যাবতীয় সুযোগ সুবিধা দেয়া হয়েছে, তারপরেও আমরা গণমাধ্যমকর্মী আইন হবে সেই অপেক্ষা করছি। কিন্তু সেটাও হচ্ছে না। আমরা আশা করছি, পৃথক আইন প্রণয়নের আগে সরকার বিদ্যমান আইনে যা আছে সেটা বাস্তবায়নে পদক্ষেপ নেবেন।’

সম্মেলনে আরও আলোচক ছিলেন বিজেসির ট্রাস্টি সৈয়দ ইশতিয়াক রেজা, ফাহিম আহমেদ, জ্যেষ্ঠ ব্রডকাস্ট জার্নালিস্ট জহিরুল আলম, তালাত মামুন, প্রণব সাহা, জাহিদ নেওয়াজ খান, জ ই মামুন,নজরুল কবিরসহ সম্প্রচার মাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা। পর্ব দুটি পরিচালনা করেন বিজেসির ট্রাস্টি নূর সাফা জুলহাজ ও মুন্নী সাহা। সম্মেলনে সূচনা বক্তব্য দেন বিজেসির চতুর্থ সম্মেলন কমিটির আহ্বায় মানস ঘোষ ও সদস্য সচিব রিজভী নেওয়াজ। পৃথক প্রতিবেদন উপস্থাপন করেন জ্যেষ্ঠ সাংবাদিক জহিরুল আলম, শাহনাজ শারমীন ও মিল্টন আনোয়ার।


পাঠকের মন্তব্য দেখুন
পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা - dainik shiksha শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি - dainik shiksha পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি - dainik shiksha দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস - dainik shiksha ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা - dainik shiksha রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা শিক্ষা কমিশন কেনো হলো না - dainik shiksha শিক্ষা কমিশন কেনো হলো না ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে - dainik shiksha ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান please click here to view dainikshiksha website Execution time: 0.0030570030212402