বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেছেন, গবেষণা পরিচালনা করতে টাকা বড় বাধা নয়। শিক্ষকদের মানসম্পন্ন গবেষণা পরিচালনার আগ্রহও থাকতে হবে। গবেষণা খাতে টাকা বরাদ্দে কোন ধরনের কার্পণ্য করা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অডিটোরিয়ামে রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন (রিসাপা) ডিভিশন আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২১-২০২২ অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং প্রকৌশল বিজ্ঞান উপ-শাখার গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কর্মশালায় ১৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ৪২টি গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করা হয়।
কাজী শহীদুল্লাহ আরও বলেন, ইউজিসি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্পন্ন ও ফলধর্মী গবেষণা পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছে। ইউজিসির অনুদানে পরিচালিত প্রতিটি গবেষণা অবশ্যই স্বীকৃত জার্নালে প্রকাশিত হতে হবে। ইনডেক্স-ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে গবেষণা প্রতিবেদন প্রকাশে ইউজিসির সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রিসাপা ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম ও প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।
কর্মশালায় প্রফেসর সাজ্জাদ হোসেন বলেন, গবেষণা যাতে প্রায়োগিক ও প্রযুক্তিনির্ভর এবং কল্যাণমুখী হয় সেজন্য ইউজিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি এবং একাডেমিয়ার কোলাবোরেশন ও কো-অপারেশন জোরদার করার ক্ষেত্রেও ইউজিসি কাজ করছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গবেষকরা দ্রুত যেন প্রকল্পের কাজ শুরু করতে পারেন সেলক্ষ্যে ইউজিসি গবেষণা প্রকল্প প্রস্তাবের মূল্যায়ন কর্মশালার মাধ্যমে চূড়ান্ত করার উদ্যোগ গ্রহণ করেছে।
কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন। এছাড়া, রিসাপা ডিভিশনের অতিরিক্ত পরিচালক নাহিদ সুলতানাসহ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।