জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গবেষণায় চুরি শনাক্ত করার সফটওয়্যার ব্যবহার সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপাচার্যের কনফারেন্স রুমে এ আলোচনা সভার আয়োজন করে শনাক্তকরণ কমিটি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচন সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে গবেষণায় চুরি শনাক্তকরণ সফটওয়্যার টার্নইটইনইন্ডিয়ার (Turnitinlndia) ব্যবহার সম্পর্কে আলোচনা করেন সফটওয়্যারটির প্রতিনিধিরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জবি প্লাজ্যারিজম শনাক্তকরণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালক উপস্থিত ছিলেন।