ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজধানীর সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের গভর্নিং বডির অপসারণ দাবি করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা। এ দাবিতে কলেজে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। মঙ্গলবার চতুর্থ দিনের মতো কলেজের প্রতিবাদ মঞ্চে অবস্থান নিয়েছেন তারা।
জানা গেছে, ধানমন্ডি আইডিয়াল কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। দীর্ঘ প্রায় ১৪ বছর যাবত তিনি এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন। গভর্নিং বড়িতে অন্য সব পদে কিছুটা পরিবর্তন এলেও সভাপতির পদে ১৪ বছরে কোনো পরিবর্তন আসেনি।
গত শনিবার সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠনটির শিক্ষকরা গভর্নিং বডির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে কমিটির অপসারণের দাবি জানান। এরপর থেকে তারা কলেজে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।
মঙ্গলবার শিক্ষকরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, গভর্নিং বডির অপসারণের দাবিতে আইডিয়াল কলেজে চতুর্থ দিনের মতো অবস্থান চলছে। কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা কলেজে প্রতিবাদ মঞ্চে অবস্থান করছেন।
প্রতিবাদ মঞ্চে বক্তব্য রাখেন, পদত্যাগকৃত গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুজিবর রহমান, জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক নুর-নবী, ইংরেজি বিভাগের প্রভাষক বাবুল-ই-আজমসহ অনেকে।
বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অবিলম্বে আইডিয়াল কলেজের দুর্নীতিবাজ গভর্নিং বডি বিলুপ্ত ঘোষণা করে নতুন গভর্নিং বডি গঠন না করা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।
এরআগে গতকাল সোমবার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষক-কর্মচারীরা কলেজে অবস্থান নিয়ে তা করতে দেননি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।