প্রচণ্ড গরমে রায়পুরের জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রধান শিক্ষক মো. সেলিম নিশ্চিত করেছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুখ জানান, দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদান কার্যক্রমের মধ্যম সময়ের পর বিভিন্ন শ্রেণিতে প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। সপ্তম শ্রেণির দুজন, অষ্টম শ্রেণির চার, নবম শ্রেণির ছয় ও দশম শ্রেণির দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে বলে জানান তিনি।
তিনি আরো জানান, গরমে শিক্ষার্থীদের কারও পেট ব্যথা, কারও মাথা ব্যথা, কারও চোখ ব্যথা হয় এবং এক শিক্ষার্থী বমি করে। পরে স্থানীয় এক পল্লি চিকিৎসকের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনসেবা ও মেঘনা হাসপাতালে এনে অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।